Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমুহ

মাসিক সভার সিদ্দান্ত সমূহ:

                               ১। অদ্যকার সভায় কৃত্রিম প্রজনন প্রানী নম্পদ কর্মকর্তা তার বক্তব্যে জানান যে অতি সুলব এবং সাশ্রয়ী মূল্যে গবাদী পশুর ভ্যাকসিন প্রদান  এবং কার্ড প্রদান করা হচ্ছে। তিনি প্রত্যেক ইউপি সদস্যগণকে স্বস্ব এলাকায় প্রচার করিবার জন্য অনুরোধ জানান এবং বিষয়টি সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।

সিদ্ধান্ত সমূহ:২। উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি তার বক্তব্যে জানান যে বর্তমানে মসুর ,সরিষা চারা রোপন করার সময় । এবং সঠিক সুষ্ঠ বীজ  নির্বাচন করিয়া রোপন করতে হবে। সেক্ষেত্রে তিনি জানান যে,মসুরের সবচেয়ে ভালো জাত বারী-৬ এবং বারী-৭ এবং সরিষার ভালো জাত টরি-৭ জাত সবচেয়ে ভারো জাত এবং ফলন খুবই ভালো হয় তাই তিনি ইউপি সদস্য গণকে জানান যে,এরাকার কৃষকগণ যাহাতে জাত নির্বাচন পূর্বক তাদের ফসলাদি রোপন করার জন্য পরামর্শ করার জন্য অনুরোধ জানান।

সিদ্ধান্ত মূহ:৩। অদ্যকার সভায় ইউনিয় পরিসদের ট্যাক্স এ্যাসেসমেন্ট করার জন্য  স্বেচ্চাসেবক নিয়োগ বিষয়ে বিস্তারিতক আলোচনা করা হলো। আলোচনায় বরা হয় ভূইয়া মো: আতাউর রহমান স্যারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের যাবতীয় খানা সহ দোকানপাট জরিপ করার বিশেষ প্রয়োজন সেই অনুযায়ী প্রতিটি ওয়ার্ড থেকে ১জন করে স্বেচ্ছাসেবক লোক নিয়োগ করা  বিশেষ প্রয়োজন তাই প্রতিটি ওয়ার্ডে থেকে একজন করিয়া গরীব মেধাবী ছাত্রের মাধ্যমে ইউনিয়র পরিষদের জরিপের কাজ করিবার জন্য নিয়োগের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।