খাল:
নাটোর সদর উপজেলার ১নং ছাতনী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাতনী গ্রামের বড়াই নদী থেকে ছাতনী শহীদ মিনারের পা দিয়ে হাড়িগাছা,আমহাটী শিবপুর প্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে উত্তর বড়গাছার মধ্য দিয়ে নাটোর নবাব সিরাজ উদ্-দৌলা কলেজের পাশ দিয়ে নারদ নদীতে মিলিত হয়েছে।
নদী:
রাজশাহীর জেলার ঝলমলিয়া বড়াল নদীর শাখা হতে বের হয়ে মুছা খা নাম ধরে ২নং তেবাড়িয়া ইউনিয়ন পার হয়ে ১নং ছাতনী ইউনিয়নের আগদীঘা গড়াই নদীর মধ্য দিয়ে বিখ্যাত ছাতনীর শহীদ মিনারের পাশ দিয়ে ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের আংশিক হয়ে ১নং ছাতনী ইউনিয়নের উত্তর সীমানা হয়ে গদাই নাম ধারন করে বাকশোর ঘাট হয়ে সিংড়া নদীতে মিলিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস